বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক উপমুখ্যমন্ত্রী বিজয় সিং নাহার
বিজয় সিং নাহার (১৯০৬-১৯৯৭) ভারতের পশ্চিমবঙ্গের সাবেক উপমুখ্যমন্ত্রী। তিনি ১৯০৬ সালের ৭ই নভেম্বর অবিভক্ত ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতার মেট্রোপলিটন ইনস্টিটিউশনে অধ্যয়ন শেষে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
রাজনীতি সচেতন বিজয় সিং নাহার ছাত্র আন্দোলন, আইন অমান্য আন্দোলন (১৯৩০) ও ভারত ছাড় আন্দোলনে (১৯৪২) অংশগ্রহণ করার অপরাধে কারারুদ্ধ হন। তিনি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য (১৯২৮-৭৭), সাধারণ সম্পাদক (১৯৫০-৫৮), কোষাধ্যক্ষ (১৯৫৮-৬০) ও সভাপতি (১৯৬৯-৭১) ছিলেন। তিনি দেশ বিভাগের পূর্বে বঙ্গীয় আইন পরিষদের সদস্য (১৯৪৬-৪৭), পশ্চিমবঙ্গ আইন পরিষদের সদস্য (১৯৫২-৫৭) ও পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য (১৯৫৭-৭৭) ছিলেন।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ৬ বার নির্বাচিত সদস্য বিজয় সিং নাহার পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী (১৯৬২-৬৭, ১৯৬৮) ও উপমুখ্যমন্ত্রী (১৯৭১) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে জনতা পার্টির সদস্য হিসেবে তিনি ৬ষ্ঠ লোকসভা নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দলের কেন্দ্রীয় কমিটির একজন সম্পাদক ছিলেন (১৯৭৭-৮০)। তিনি ১৯৯৭ সালের ১৫ জুন মৃত্যুবরণ করেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে পশ্চিমবঙ্গের উপমুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা বিজয় সিং নাহার মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের নানাভাবে সহযোগিতা প্রদান করেন। মুক্তিযুদ্ধকালে কলকাতায় গঠিত বাংলাদেশ মুক্তিসংগ্রাম সহায়ক সমিতির কার্যকরী সভাপতি হিসেবে তিনি পশ্চিমবঙ্গের শরণার্থী শিবির-এ ত্রাণসামগ্রী সরবরাহ ও এর তদারকি করতেন। মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ২৪শে মার্চ ২০১৩ বিজয় সিং নাহার-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা (মরণোত্তর) প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৭ম খণ্ড