You dont have javascript enabled! Please enable it! বাসুবাজার গণকবর (লক্ষ্মীপুর সদর) - সংগ্রামের নোটবুক

বাসুবাজার গণকবর (লক্ষ্মীপুর সদর)

বাসুবাজার গণকবর (লক্ষ্মীপুর সদর) লক্ষ্মীপুর জেলার সদর উপজেলাধীন ১নং উত্তর হামছাদি ইউনিয়ন বোর্ড অফিস সংলগ্ন রামগঞ্জ সড়কের পশ্চিম দিকে অবস্থিত। লক্ষ্মীপুর জেলার বিভিন্ন যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্থানীয় জনসাধারণ এ গণকবরে সমাহিত করে। এখানে প্রথম সমাহিত করা হয় বীর মুক্তিযোদ্ধা শহীদ আবুল বাসারকে। পরে আরো কয়েকজনকে কবর দেয়া হয়।
প্রতিবছর স্থানীয় মানুষ এখানে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এলাকার মানুষ কবরটি সংরক্ষণ করেছে। এখানে কোনো স্মৃতিসৌধ নির্মিত হয়নি। বাসুবাজার গণকবরে সমাহিত শহীদরা হলেন- আবুল বাসার (পিতা ওয়াজি উল্যা চেয়ারম্যান, ভাঙ্গা খা, লক্ষ্মীপুর; ছাত্র), আতিক উল্যা (পিতা মৌলভী মনতাজ উদ্দিন, মধ্য কেরোয়া, রায়পুর; শ্রমিক), জয়নাল আবেদিন (বরিশাল; পুলিশ) এবং মুক্তিযোদ্ধা রফিকুল হায়দার চৌধুরী (পিতা মোখলেসুর রহমান মাস্টার, উত্তর হামছাদি, লক্ষ্মীপুর)। [মো. ফখরুল ইসলাম]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৭ম খণ্ড