You dont have javascript enabled! Please enable it! বার্মা ইস্টার্ন অয়েল কোম্পানি ট্রান্সফর্মার অপারেশন (নারায়ণগঞ্জ সদর) - সংগ্রামের নোটবুক

বার্মা ইস্টার্ন অয়েল কোম্পানি ট্রান্সফর্মার অপারেশন (নারায়ণগঞ্জ সদর)

বার্মা ইস্টার্ন অয়েল কোম্পানি ট্রান্সফর্মার অপারেশন (নারায়ণগঞ্জ সদর) পরিচালিত হয় আগস্ট মাসের প্রথম সপ্তাহে। এতে ট্রান্সফরমারটি উড়ে যায়।
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার গোদনাইল ইউনিয়নের গোদনাইলে বার্মা ইস্টার্নে পাকিস্তানি সেনাদের একটি বড় ঘাঁটি ছিল। এখানে পাকিস্তানি সেনারা রাজাকারদের সহযোগিতায় বিভিন্ন এলাকা থেকে নিরীহ মানুষদের ধরে আনত। এখানে তাদের ওপর নির্যাতন চালিয়ে হত্যা করত। বার্মা ইস্টার্নে একটি ট্রান্সফর্মার ছিল। এ ট্রান্সফর্মার এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজে লাগত। আগস্ট মাসের প্রথম সপ্তাহে রাত পৌনে ১টায় বার্মা ইস্টার্নে অপারেশন চালিয়ে মুক্তিযোদ্ধারা ট্রান্সফর্মারটি ধ্বংস করেন। ট্রান্সফর্মারটি উড়িয়ে দেয়ার উদ্দেশ্য ছিল বার্মা ইস্টার্ন এলাকাটি অন্ধকার করে দেয়া। বার্মা ইস্টার্ন ট্রান্সফর্মার অপারেশনে গোদনাইলের খোরশেদ আলমের নেতৃত্বে জয়নাল আবেদীন, আলী হোসেন, আবদুল মতিন, আহসান কবির রমজান প্রমুখ মুক্তিযোদ্ধা অংশ নেন।
জালকুড়ি গ্রাম থেকে পায়ে হেঁটে মুক্তিযোদ্ধারা ডিএনডি প্রজেক্টের ভেতর দিয়ে অপারেশন স্থলে পৌঁছান। মুক্তিযোদ্ধারা ট্রান্সফর্মারে বিস্ফোরক স্থাপন করে আগুন ন ধরিয়ে দিলে সঙ্গে-সঙ্গে বিস্ফোরণ ঘটে। এ সফল অপারেশন মুক্তিযোদ্ধাদের মনোবল বৃদ্ধি এবং পাকসেনা ও তাদের সহযোগী রাজাকারআলবদরদের আতঙ্কিত করে। [রীতা ভৌমিক]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড