বামুনিয়া নদীতীর বধ্যভূমি (ডোমার, নীলফামারী)
বামুনিয়া নদীতীর বধ্যভূমি (ডোমার, নীলফামারী) নীলফামারী জেলার ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নে অবস্থিত। এখানে এপ্রিল মাসের মাঝামাঝি থেকে ডিসেম্বরের ১৪ তারিখ পর্যন্ত হত্যাকাণ্ড সংঘটিত হয়। বিভিন্ন এলাকা থেকে মানুষজনকে ধরে এনে এখানে হত্যা করা হতো, এ কারণে সকল শহীদের পরিচয় জানা যায়নি। সেপ্টেম্বর মাসে এখানে বামুনিয়া ইউনিয়নের গোয়ালপাড়ার হেমন্ত কুমার রায়ের পরিবারের ৬ জনকে হত্যা করে পুঁতে রাখা হয়।
এ বধ্যভূমিতে শহীদদের কয়েকজন হলেন— হেমন্ত কুমার রায়, তার স্ত্রী সুরবালা রায় (৭ মাসের অন্তঃসত্ত্বা, পাকবাহিনী গর্ভের সন্তানসহ নির্মম অত্যাচার করে তাকে হত্যা করে), তাদের দুই পুত্র বাবলু রায় (বয়স ১১ বছর) ও বাচ্চু রাম রায় (বয়স ১৩ বছর), কন্যা সুরমা বালা রায় (বয়স ৭ বছর) এবং বাড়ির কাজের ছেলে মজিন রায়।
এ বধ্যভূমিতে হত্যাকাণ্ড সংঘটিত করতে পাকবাহিনীকে সহায়তা করে স্থানীয় রাজাকার কমান্ডার মফিজ উদ্দিন, হবি, মোস্তফা বিহারি, হাজী ফইমুদ্দিন, তফিজল, খতিবর, আব্দুল দাতুয়া ও আব্দুল গণি মেম্বরের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল। [আহম্মেদ শরীফ]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড