বামুন্দি প্রাইমারি স্কুল গণকবর (গাংনী, মেহেরপুর)
বামুন্দি প্রাইমারি স্কুল গণকবর (গাংনী, মেহেরপুর) মেহেরপুর জেলার গাংনী উপজেলায় অবস্থিত। মুক্তিযুদ্ধের সময় এখানে বহু সাধারণ মানুষকে কবর দেয়া হয়। গাংনী উপজেলার কেন্দ্রবিন্দুতে বামুন্দির অবস্থান। বামুন্দি থেকে সমগ্র উপজেলায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে পাকিস্তান সেনাবাহিনীর একটি দল মে মাসের শুরুতেই এখানে ক্যাম্প স্থাপন করে এবং মেহেরপুর-কুষ্টিয়া প্রধান সড়কের দক্ষিণে অবস্থিত বামুন্দি প্রাইমারি স্কুলের পেছনে জঙ্গলাকীর্ণ স্থানে বধ্যভূমি গড়ে তোলে। এখানেই হলো বামুন্দি প্রাইমারি স্কুল গণকবর।
মে মাসের প্রথমার্ধে বামুন্দিতে ক্যাম্প স্থাপনের পর পাকসেনারা বামুন্দি প্রাইমারি স্কুলের নির্জন এলাকায় নির্যাতন কেন্দ্র গড়ে তোলে। এখানে স্থানীয় এবং দূরবর্তী স্থানের মুক্তিকামী বহু মানুষকে ধরে এনে হত্যা করা হয় এবং তাদের মৃতদেহ বামুন্দি প্রাইমারি স্কুলের পেছনে জঙ্গলাকীর্ণ গর্তের মধ্যে ফেলে দেয়া হয়। মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর স্থানীয় মুক্তিযোদ্ধারা বামুন্দি প্রাইমারি স্কুলের পেছন থেকে নাম- পরিচয়হীন অসংখ্য মানুষের কঙ্কাল এবং মাথার খুলি একত্রিত করে সেখানেই কবর খুঁড়ে সমাহিত করেন। [রফিকুর রশীদ]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড