You dont have javascript enabled! Please enable it!

বারদুয়ারী স্মৃতিস্তম্ভ (শেরপুর, বগুড়া)

বারদুয়ারী স্মৃতিস্তম্ভ (শেরপুর, বগুড়া) শেরপুর পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বারদুয়ারী তিন মাথায় অবস্থিত। মুক্তিযুদ্ধের সময় শেরপুরে পাকবাহিনীর গুলিতে যারা নিহত হন, তাদের স্মরণে শেরপুর পৌরসভা কর্তৃক এটি নির্মিত হয়েছে। স্মৃতিস্তম্ভে লেখা রয়েছে ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকহানাদার বাহিনীর গুলিতে শহীদ যারা’। স্মৃতিস্তম্ভের চারদিকে ৪৯ জন শহীদের নাম লেখা রয়েছে। তারা হলেন- রঞ্জন বসাক, বিশ্বনাথ বসাক, হরিপদ কর্মকার, মন্টু সাহা, যদুয়া বাশকর, সৈয়দ সাইদুজ্জামান, সৈয়দ তপন, হোরা সরকার, কৃষ্ণ বিহারী দত্ত, সতীশ চন্দ্ৰ সরকার, জহুরুল হক, নিমু বসাক, মনি গোপাল কুণ্ডু, অবিনাশ কুণ্ডু, অমরেশ কুণ্ডু, রহমান বিশ্বাস, আব্দুস সাত্তার, মোনিয়া মহন্ত, নিপেন কুণ্ডু, সচিন্দ্রনাথ সরকার, রবি দত্ত, মনজু দত্ত, রসরাজ কুণ্ডু, বলরাম চন্দ্র দেব বাসু, গোলাম হোসেন, পুণ্য মৈত্রী, ভানু চক্রবর্তী, কাচু সাহা, রাধা বল্লভ সাহা, ডা. আলী আজগর, আমীর শেখ, সবুর বক্স, জাফর প্রামাণিক, মোসলেম আকন্দ, মমতাজ আকন্দ, লাভলু প্রামাণিক, যোগেন তাম্বলী, নরেন তাম্বলী, তারাপদ কর্মকার, বীরেন্দ্রনাথ কুণ্ডু, স্বপন কুণ্ডু, জটুয়া চৌহান, সুবোধ কর্মকার, ননী বালা সাহা, নারায়ণ মহন্ত, গুপি মহন্ত, আলো পাল, সতীশ সরকার ও ঝুলু মণ্ডল। [সেলিনা শিউলী]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!