বারুইগ্রাম গণকবর (নান্দাইল, ময়মনসিংহ)
বারুইগ্রাম গণকবর (নান্দাইল, ময়মনসিংহ) নান্দাইল উপজেলা সদর থেকে ৪ কিলোমিটার পূর্বে ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কের পাশে চণ্ডীপাশা ইউনিয়নে অবস্থিত। এ গ্রামে আজো দাঁড়িয়ে আছে জামিয়া আরবিয়া আহাদিয়া বারইগ্রাম মাদ্রাসা। ৭১ সালে এ মাদ্রাসায় পাকবাহিনীর ক্যাম্প ছিল। এ ক্যাম্প থেকে এসে পাকসেনারা রাজাকারদের সহায়তায় ২ডাংরীবন্দ ইটখোলা বধ্যভূমি-তে অনেক মানুষকে হত্যা করে। এখানে নিহতদের অনেককে বারুইগ্রাম গণকবরে সমাহিত করা হয়। বারুইগ্রাম গণকবর যথাযথভাবে সংরক্ষিত হয়নি। [শফিকুল ইসলাম কাদির]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড