বামনী তাল মোহাম্মদ হাট রাজাকার ক্যাম্প অপারেশন (কোম্পানীগঞ্জ, নোয়াখালী)
বামনী তাল মোহাম্মদ হাট রাজাকার ক্যাম্প অপারেশন (কোম্পানীগঞ্জ, নোয়াখালী) পরিচালিত হয় ১৩ই নভেম্বর। এতে ১০-১২ জন পাকিস্তানি মিলিশিয়া ও -রাজাকার নিহত হয়। অপরপক্ষে একজন মুক্তিযোদ্ধা শহীদ হন।
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বামনী তাল মোহাম্মদ হাট হাইস্কুলে একটি রাজাকার ক্যাম্প ছিল। তাদের সঙ্গে পাকিস্তানি মিলিশিয়া বাহিনীও এ ক্যাম্পে অবস্থান করত। মুক্তিযোদ্ধারা এ ক্যাম্পে অপারেশনের পরিকল্পনা করেন। বৃহত্তর নোয়াখালী – মুজিব বাহিনী-র (বিএলএফ) কমান্ডার মাহমুদুর রহমান বেলায়েত ও ডেপুটি কমান্ডার মমিন উল্যার পরিকল্পনা মোতাবেক এ অপারেশনে নেতৃত্ব দেন সদর থানা মুজিব বাহিনীর (বিএলএফ) কমান্ডার ওহিদুর রহমান ওদুদ (ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ-এর সমাজসেবা সম্পাদক)। পরিকল্পনা মোতাবেক সদর থানা কমান্ডার ওহিদুর রহমান ওদুদ এবং কোম্পানীগঞ্জ থানা কমান্ডার ওবায়দুল কাদের (বর্তমানে আওয়ামী লীগ-এর সেক্রেটারি এবং সড়ক ও সেতুমন্ত্রী)-এর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা একযোগে রাজাকার ক্যাম্পে আক্রমণ চালান। থেমে-থেমে প্রায় ২ দিন যাবৎ যুদ্ধ চলে। যুদ্ধের এক পর্যায়ে ওবায়দুল কাদেরের গ্রুপ নিজেদের উইথড্র করে। অহিদুর রহমান ওদুদও তাঁর গ্রুপকে উইথড্র করার নির্দেশ দিলে রাজাকার ক্যাম্প থেকে গুলি এসে তাঁর শরীরে বিদ্ধ হয় তিনি তৎক্ষণাৎ শহীদ হন। অপরদিকে এ-যুদ্ধে ১০-১২ জন পাকিস্তানি মিলিশিয়া ও রাজাকার নিহত হয়। [মো. ফখরুল ইসলাম]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড