বামুনিয়া গণহত্যা (বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও)
বামুনিয়া গণহত্যা (বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও) সংঘটিত হয় ৫ই সেপ্টেম্বর। ৩রা সেপ্টেম্বর সংঘটিত বামুনিয়া যুদ্ধ-এ পরাজিত হওয়ার পর প্রতিশোধপরায়ণ পাকসেনারা বামুনিয়া (বাদমিছিল) গ্রামের সাধারণ মানুষের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এতে ২ জন মুক্তিযোদ্ধা ও কয়েকজন গ্রামবাসী শহীদ হন। শহীদ মুক্তিযোদ্ধাদের ১ জন দীনেশ (ধোল্লইহাট, রুহিয়া, ঠাকুরগাঁও)। গ্রামের নিরীহ মানুষদের মধ্যে যারা এ গণহত্যায় প্রাণ হারান, তারা হলেন- মোছা. খাতুন (স্বামী দেরেম আলী, ভাজাখুয়া), আমিনা (স্বামী শামশুল, বাদমিছিল), মুসলিম (পিতা আজিমউদ্দীন, বাদমিছিল), রইসতদ্দীন (পিতা মুরওলী, বাদমিছিল) এবং রহিমউদ্দীন (পিতা পানি মাহালিয়া, বাদমিছিল)। শহীদদের বামুনিয়া গ্রামে একই স্থানে দাফন করা হয়। এখানে পাকহানাদারদের গুলিতে দেরেম আলী (পিতা চেন মোহাম্মদ), আজিম উদ্দীন (পিতা কুতুব আলী) ও ডালিমন (স্বামী হাকিম উদ্দিন, বামুনিয়া) আহত হন। এছাড়া বীরাঙ্গনা খাদো বিবি (স্বামী খিজমত আলী) পাকসেনাদের হাতে পাশবিক নির্যাতনের শিকার হন। [মো. আব্দুল ওয়াহাব]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড