You dont have javascript enabled! Please enable it! 1971.04.13 | বানেশ্বর গণহত্যা (পুঠিয়া, রাজশাহী) - সংগ্রামের নোটবুক

বানেশ্বর গণহত্যা (পুঠিয়া, রাজশাহী)

বানেশ্বর গণহত্যা (পুঠিয়া, রাজশাহী) সংঘটিত হয় ১৩ই এপ্রিল। এতে ১৩ জন নিরীহ মানুষ শহীদ হন। ঘটনার দিন মুক্তিযোদ্ধারা বানেশ্বরে পাকবাহিনীকে প্রতিরোধ করার চেষ্টা করেন। কিন্তু পাকসেনাদের সঙ্গে না পেরে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। এরপর পাকসেনারা বানেশ্বরে হত্যাকাণ্ড চালায়। এতে ১৩ জন গ্রামবাসী শহীদ হন। শহীদরা হলেন- মো. নাদের আলি সরকার (পিতা নৈমুদ্দিন সরকার, বানেশ্বর), সলেমান আলি (পিতা আ. রুপ, বানেশ্বর), তোতা (ঢাকা), বোবরো বাহন পাল (পিতা অর্জুন পাল, বানেশ্বর), বুদ্ধি পাল (বানেশ্বর), রাধাকান্ত পাল (পিতা গণেশ পাল, বানেশ্বর), গুরুগোবিন্দ পাল (পিতা গণেশ পাল, বানেশ্বর), গোবিন্দ পাল (পিতা গণেশ পাল, বানেশ্বর), অনিল চন্দ্ৰ পাল (পিতা যুধিষ্ঠির পাল, বানেশ্বর), সুরেন্দ্রনাথ শর্মা (বানেশ্বর), আ. সামাদ (নামাজ গ্রাম), আ. রাজ্জাক (পিতা আ. জলিল, নামাজ গ্রাম) ও আবু বাক্কার (পিতা হারেজ উদ্দিন, নামাজ গ্রাম)। [মো. ইলিয়াছ উদ্দিন]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড