বাদুয়ারচর রেলব্রিজ অপারেশন (রায়পুরা, নরসিংদী)
বাদুয়ারচর রেলব্রিজ অপারেশন (রায়পুরা, নরসিংদী) পরিচালিত হয় আগস্ট মাসে। এতে ব্রিজটি সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হয়। অপরদিকে পাকহানাদার বাহিনী পরের দিন একজন গ্রামবাসীকে হত্যা, কয়েকজনের ওপর অমানবিক নির্যাতন এবং ৬৭টি বাড়িঘরে আগুন দিয়ে ভস্মীভূত করে। ঘটনার দিন মুক্তিযোদ্ধারা আড়িয়াল খাঁ নদীর ওপর স্থাপিত বাদুয়ারচর রেলব্রিজটি ডিনামাইট দিয়ে উড়িয়ে দেন। এ খবর পেয়ে পরের দিন সকালে হানাদার বাহিনী রেলব্রিজ পরিদর্শনে আসে। তারা ব্রিজের দক্ষিণ পাশের বাদুয়ারচর-কান্দাপাড়া গ্রামে ঢুকে গয়াবালী নামে একজন নিরীহ হ গ্রামবাসীকে ধরে বেদম প্রহার করে। তারা তার মাথা চুলার ভেতর ঢুকিয়ে তার শরীরে বেয়নেট চার্জ করে। এভাবে অসংখ্যবার বেয়নেট চার্জ করে তাকে হত্যা করা হয়। পরে তার বাড়িঘর পুড়িয়ে ছাই করে দেয়। ঐদিন হানাদাররা বাদুয়ারচর, বাদুয়ারচর-কান্দাপাড়া ও চর হাজীপুরে মোট ৬৭টি বাড়িঘরে আগুন দিয়ে পুড়িয়ে – ভস্মীভূত করে। বাদুয়ারচর দক্ষিণ পাড়ায় ছোয়াদ আলী ও চর হাজীপুরের আবদুল বেপারীকে ধরে অমানুষিক নির্যাতন করে। তারা তাদের পায়ুপথ দিয়ে লোহার রড ঢুকিয়ে দেয়। [মুহম্মদ ইমাম উদ্দিন]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড