বাজারপাড়া গণহত্যা (পার্বতীপুর, দিনাজপুর)
বাজারপাড়া গণহত্যা (পার্বতীপুর, দিনাজপুর) সংঘটিত হয় এপ্রিলের মাঝামাঝি। এতে বেশ কয়েকজন সাধারণ মানুষ প্রাণ হারায়।
বিহারি অধ্যুষিত পার্বতীপুর শহর থেকে বাজারপাড়ার দূরত্ব প্রায় ৭ কিমি। চণ্ডীপুর ইউনিয়নের এ বাজারে এপ্রিলের মাঝামাঝি বাচ্চা খান, মো. কামরুজ্জামান প্রমুখের নেতৃত্বে বিহারিরা গণহত্যা, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। ঘটনার দিন দুপুরে তারা বাজারপাড়ায় রাইফেল, বন্দুক ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। তারা মশেতুল্লাহ, আফাজউদ্দিন, শরিফউদ্দিন, সেরাজ মাহমুদসহ পাড়ার অনেকের ঘরে লুণ্ঠন করে আগুন লাগিয়ে দেয় এবং গণহত্যা চালায়। গণহত্যায় মো. বাবলু আকন্দের দাদী নছিরন বেওয়া (৬০), বেলাল হোসেনের দাদা মহেশতুল্লাহ আকন্দ (৭০), নজর মাহমুদ প্ৰামাণিক (৬৫), (পিতা জামিরউল্লাহ প্রামাণিক), মো. মালেকুলের দাদি কাচুয়ানি বিবি (৬০), জামাতুল্লাহ হাজী ওরফে মোস্তফা (৭০) প্রমুখ নিহত হন। এ সময় মকবুল হোসেন আকন্দ (পিতা মহিরউদ্দিন) গুলিবিদ্ধ হন। গণহত্যায় নিহতদের সেখানেই মাটিচাপা দেয়া হয়। [আজহারুল আজাদ জুয়েল]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড