বাগেরহাট জেটি বধ্যভূমি (মংলা, বাগেরহাট)
বাগেরহাট জেটি বধ্যভূমি (মংলা, বাগেরহাট) বাগেরহাট জেলার মংলা বন্দর পৌরসভার মাদ্রাসা রোডে বর্তমান বাংলাদেশ কৃষি ব্যাংকের সামনে অবস্থিত ছিল। নদী ভরাট হয়ে যাওয়ার কারণে তার কোনো চিহ্ন এখন আর নেই। সেখানে এখন জনবসতি গড়ে উঠেছেI
স্বাধীনতার অনেক আগে থেকেই বাগেরহাট জেটি থেকে যাত্রীবাহী লঞ্চ মংলা-বাগেরহাট যাতায়াত করত। যাত্রীদের অধিকাংশই বাগেরহাট সদরে যাওয়া-আসা করত। পথিমধ্যে রামপাল, পেড়িখালী, ডাকরাসহ বেশকিছু ঘাটে যাত্রী ওঠানামা করত।
মংলা বন্দরের বেশির ভাগ শ্রমিক ছিল স্বাধীনতার পক্ষে। বাগেরহাট জেটিতে তাদের সঙ্গে বেশ কয়েকবার পাকসেনাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাকবাহিনীর হাতে অনেক শ্রমিক শহীদ হন। তাদের সঠিক সংখ্যা নির্ণয় করা যায়নি। তারা বরিশাল, চট্টগ্রাম ও নোয়াখালী এলাকা থেকে জীবিকা নির্বাহের জন্য অস্থায়ীভাবে এখানে এসেছিলেন। স্থানীয়দের মধ্যে টিকিট মান্দার নামে একজনের নাম জানা গেছে। ধারণা করা হয়, পাকবাহিনীর হাতে এ জেটিতে কম-বেশি ১০০ লোক শহীদ হন। [মনোজ কান্তি বিশ্বাস]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড