You dont have javascript enabled! Please enable it!

বাগধানী রাজাকার ক্যাম্প অপারেশন (তানোর, রাজশাহী)

বাগধানী রাজাকার ক্যাম্প অপারেশন (তানোর, রাজশাহী) পরিচালিত হয় ১৭ই নভেম্বর। এর ফলে রাজাকারদের ক্যাম্পটি মুক্তিযোদ্ধাদের দখলে আসে। রাজশাহী শহর থেকে ১৪ কিলোমিটার দূরে বাগধানী ব্রিজ অবস্থিত। ব্রিজের সন্নিকটে ছিল বাগধানী জমিদারদের কাচারি বাড়ি। এ বাড়িতে রাজাকারদের একটি ক্যাম্প ছিল। ক্যাম্পের কমান্ডার ছিল ভিখু। এক সময় সে পাকসেনাদের গুলিতে নিহত হয়। এ ক্যাম্পের রাজাকাররা নানা অপতৎপরতার মাধ্যমে গ্রামের সবাইকে অতিষ্ঠ করে তুলেছিল। নারীদের সম্ভ্রমহানি থেকে শুরু করে পুরুষদের ঘরছাড়া করেছিল। তারা জোর করে গৃহস্থ ঘরের চাল, ডাল, ছাগল, মুরগি এমনকি গরু পর্যন্ত নিয়ে যেত এবং আনন্দোল্লাস করে পাকসেনাদের সঙ্গে ভোজন করত। রাজাকারদের এই অত্যাচার বন্ধ করার উদ্দেশ্যে ১৭ই নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে মো. সফিকুর রহমান রাজা এবং হারুন-অর-রশীদের নেতৃত্বে মো. আজিজুর রহমান, মো. নূরুল ইসলাম সরকার, মো. আব্দুল মজিদ প্রমুখ মুক্তিযোদ্ধা রাজাকার ক্যাম্প আক্রমণ করেন। মুক্তিযোদ্ধারা যখন চারপাশ থেকে ক্যাম্প ঘিরে ফেলেন, তখন হঠাৎ করে পাকসেনারা এসে ফায়ার শুরু করে। তাদের গোলাগুলির সামনে টিকতে না পেরে মুক্তিযোদ্ধারা পিছিয়ে আসেন।
এরপর রাত সাড়ে ৪টার দিকে মুক্তিযোদ্ধারা গেরিলা পদ্ধতিতে পুনরায় ক্যাম্প আক্রমণ করেন। এবার তাঁরা থ্রি- নট-থ্রি রাইফেল ও গ্রেনেড ব্যবহার করেন। এ-সময় ক্যাম্পে কোনো পাকসেনা ছিল না। তাই রাজাকাররা ভয় পেয়ে অস্ত্র ফেলে পালিয়ে যায় এবং মুক্তিযোদ্ধারা রাজাকারদের ক্যাম্পটি দখল করে নেন। [আখতারুজ্জাহান]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!