You dont have javascript enabled! Please enable it!

বাগবাড়ি গণকবর (লক্ষ্মীপুর সদর)

বাগবাড়ি গণকবর (লক্ষ্মীপুর সদর) লক্ষ্মীপুর সদর উপজেলাধীন লক্ষ্মীপুর পৌরসভায় অবস্থিত। পাকিস্তানি হানাদার বাহিনী বাগবাড়ির সারের গুদাম ভবন এবং থানা ভূমি অফিস সংলগ্ন স্থানে তাদের প্রধান ঘাঁটি স্থাপন করে। তখন লক্ষ্মীপুর নোয়াখালী জেলার একটি মহকুমা শহর ছিল।
পাকবাহিনী লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ, করইতলা, দালাল বাজার, আলীয়া মাদ্রাসা, বটু চৌধুরী ভবন, মধুপুর হাইস্কুল রামদয়াল বাজার, রামগতি, হাজীর হাট (রামগতি), খাদ্যগুদাম (রামগঞ্জ), বাগবাড়ি (লক্ষ্মীপুর); পেয়ারাবাজার (লক্ষ্মীপুর), মান্দারী বাজার, কাপীলাতলী, মীরগঞ্জ, এন কে উচ্চ বিদ্যালয় ইত্যাদি স্থানে ক্যাম্প স্থাপন করে। এসব ক্যাম্প নিয়ন্ত্রণ করা হতো বাগবাড়ি থেকে। হানাদার বাহিনী বাগবাড়ির সারের গুদামে জেলার কেন্দ্রীয় নির্যাতন কেন্দ্ৰ স্থাপন করে। জেলার বিভিন্ন স্থানে পাকসেনা, রাজাকার ও মিলিশিয়ারা হামলা চালিয়ে যে-সকল সাধারণ মানুষ, মুক্তিযোদ্ধা ও নারীকে আটক করত তাদের বাগবাড়ির নির্যাতন সেলে এনে রাখত। তাদের অনেককে হত্যা করে রাতের অন্ধকারে এখানে মাটিচাপা দিত। লক্ষ্মীপুর জেলার অসংখ্য মানুষকে হত্যা করে এ গণকবরে সমাহিত করা হয়। স্বাধীনতার পর বাগবাড়ি গণকবর সংরক্ষণ করা হয়। পরে এখানে শহীদ-সমাধি নির্মিত হয়। এ গণকবর পাকবাহিনীর অত্যাচার, নির্মমতা ও হত্যাকাণ্ডের চিহ্ন বহন করছে। [মো. ফখরুল ইসলাম]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!