You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশ স্কাউট ভবন বধ্যভূমি ও গণকবর (কক্সবাজার সদর)

বাংলাদেশ স্কাউট ভবন বধ্যভূমি ও গণকবর (কক্সবাজার সদর) কক্সবাজার বিমান বন্দরের নিকটবর্তী এ কে এম মোজাম্মেল হক সড়কে স্কাউট ভবনটি অবস্থিত। এটি ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর বধ্যভূমি। ৭১ সালে এখানে ইপিআরের সদর দপ্তর ছিল। পাকিস্তানি বাহিনী কক্সবাজারে অনুপ্রবেশের পর এখানে ক্যাম্প স্থাপন করে।
ক্যাম্প স্থাপনের পর তারা হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট ও নির্যাতন শুরু করে। সৈকত সংলগ্ন রেস্ট হাউজ তাদের প্রধান নির্যাতনকেন্দ্র হলেও স্কাউট ভবনকে তারা বধ্যভূমিতে পরিণত করে। এখানে হানাদাররা মুক্তিযোদ্ধা ও প্রগতিশীল মানুষদের ধরে এনে নির্যাতন ও গুলি করে হত্যা করত। ফায়ার ব্রিগেডের একজন ড্রাইভারের মেয়েসহ আরো অনেককে পাকিস্তানি বাহিনী ও রাজাকাররা স্কাউট ভবন ক্যাম্পে ধরে এনে তাদের ওপর পাশবিক নির্যাতন চালায়। স্কাউট ভবনটি ছিল কক্সবাজার শহরের সশস্ত্র মুক্তিযুদ্ধের সর্বপ্রথম অভিযান স্থল। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষার্থে সরকারের উদ্যোগে এখানে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। [জগন্নাথ বড়ুয়া]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!