বাংলাবাজার ক্যাম্প যুদ্ধ (ছাগলনাইয়া, ফেনী)
বাংলাবাজার ক্যাম্প যুদ্ধ (ছাগলনাইয়া, ফেনী) সংঘটিত হয় ১০ই অক্টোবর। এতে ৬ জন পাকসেনাসহ বেশ কয়েকজন রাজাকার নিহত ও বহু আহত হয়।
মুক্তিযুদ্ধের সময় ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলাধীন বাংলাবাজার ছিল একটি গুরুত্বপূর্ণ স্থান। এটি ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। বাংলাবাজারে পাকিস্তানি হানাদার বাহিনীর একটি শক্তিশালী ক্যাম্প ছিল। মুক্তিযোদ্ধারা এ ক্যাম্প আক্রমণের পরিকল্পনা করেন। পরিকল্পনা মোতাবেক ১০ই অক্টোবর তারা ক্যাম্পের ওপর প্রচণ্ড আক্রমণ চালান। এতে হানাদার বাহিনীর ৬ জন সৈন্য নিহত এবং বহু আহত হয়। কোনো ক্ষয়ক্ষতি ছাড়া মুক্তিযোদ্ধারা অভিযান শেষে নিরাপদে নিজেদের আশ্রয়ে ফিরে যান। [মো. ফখরুল ইসলাম]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড