You dont have javascript enabled! Please enable it! 1971.06.20 | বাকাল গণহত্যা (আগৈলঝাড়া, বরিশাল) - সংগ্রামের নোটবুক

বাকাল গণহত্যা (আগৈলঝাড়া, বরিশাল)

বাকাল গণহত্যা (আগৈলঝাড়া, বরিশাল) সংঘটিত হয় ২০শে জুন। বেশ কয়েকজন সাধারণ মানুষ এ গণহত্যার শিকার হন।
আগৈলঝাড়া উপজেলা থেকে ৪ কিমি উত্তর-পশ্চিমে বিলাঞ্চলে বাকাল গ্রাম অবস্থিত। গৌরনদী ক্যাম্পে অবস্থানরত পাকিস্তানি সৈন্যরা স্থানীয় রাজাকারদের সহায়তায় ২০শে জুন বাকাল গ্রামে গণহত্যা ও লুণ্ঠন চালায় এবং অগ্নিসংযোগ করে। তারা গানবোটে এসে বাকাল ব্রিজে নেমে হালদার বাড়ি ও চক্রবর্তী বাড়ি আক্রমণ করে গণহত্যা চালায়। গ্রামের বেশ কয়েকজন মানুষ এ গণহত্যার শিকার হন, যাদের মধ্যে একই পরিবারের ৩ সহোদরসহ ৯ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- সনাতন কুলু, গোপালচন্দ্ৰ চক্রবর্তী (পিতা জগানন্দ চক্রবর্তী), ননীচন্দ্র চক্রবর্তী (পিতা জগানন্দ চক্রবর্তী), অতুলচন্দ্র চক্রবর্তী (পিতা জগানন্দ চক্রবর্তী), সুরেন্দ্রনাথ চক্রবর্তী, ধীরেন হালদার, কুটি হালদার, যোগেশচন্দ্র হালদার ও ইসমাইল হোসেন হাওলাদার (পিতা দলিল উদ্দিন হাওলাদার, দেহুলা আন্দিরপাড়)। [মনিরুজ্জামান শাহীন]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড