You dont have javascript enabled! Please enable it!

বাউশগাড়ি-রূপশি গণকবর (সাঁথিয়া, পাবনা)

বাউশগাড়ি-রূপশি গণকবর (সাঁথিয়া, পাবনা) পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় অবস্থিত। ১৪ই মে বাউশগাড়ি- রূপশি গণহত্যায় শহীদ প্রায় ৬০০ মানুষকে এখানে গণকবর দেয়া হয়। তাদের মধ্যে যাদের নাম-পরিচয় জানা গেছে, তারা হলেন- জগদীশ কুণ্ডু (পিতা যোগেন কণ্ডু, ডেমরা, ফরিদপুর, পাবনা), নেপাল কুণ্ডু (ঐ), ঋষিকেশ কুণ্ডু (পিতা যোগেশ কুণ্ডু, ঐ), গোরা দাশ (পিতা নারায়ণ দাশ, ঐ), নিমাই দাশ (ঐ), ফটিক ঘোষ (পিতা অভয় ঘোষ, ঐ), গোবিন্দ ঘোষ (পিতা অনীল ঘোষ, ঐ), কালা ঠাকুর (পিতা ফণীন্দ্ৰ নাথ চক্রবর্তী, ঐ), খোরশেদ আলী প্রামাণিক (পিতা জমির উদ্দিন প্রামাণিক, ঐ), খবির উদ্দিন প্রামাণিক (ঐ), ইউসুফ আলী প্রামণিক (পিতা হারান প্রামাণিক, ঐ), আলম সেখ (পিতা মহিন সেখ, ঐ), মলম সেখ (পিতা মহিন সেখ, ঐ), মহিন সেখ (পিতা পচা সেখ, ঐ) প্রমুখ। ২০১০ সালে শহীদদের স্মরণে রূপশি সংলগ্ন ফরিদপুর উপজেলার ডেমরা বাজারে একটি স্মৃতিস্তম্ভ নির্মিতি হয়। [মো. আবদুল মজিদ]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!