বাইগুনী গণহত্যা (গাবতলী, বগুড়া)
বাইগুনী গণহত্যা (গাবতলী, বগুড়া) সংঘটিত হয় ৩০শে নভেম্বর। গাবতলী উপজেলা শহর থেকে ৫ কিমি পূর্বদিকে দুর্গাহাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডে বাইগুনী গ্রাম অবস্থিত। এ গণহত্যায় কয়েকজন গ্রামবাসী শহীদ হন।
১৬ই ডিসেম্বর বিজয় অর্জনের মাত্র ১৭ দিন পূর্বে পাকিস্তানি হানাদার বাহিনী ২৮টি ট্যাঙ্কের একটি বহর নিয়ে সারিয়াকান্দি থেকে গাবতলী উপজেলার দিকে যাচ্ছিল। পথে বাইগুনী গ্রামে তারা তাদের সহযোগী রাজাকারদের উস্কানিতে গণহত্যা সংঘটিত করে। হানাদার বাহিনীর ভয়ে কয়েকজন গ্রামবাসী ধানক্ষেতে লুকিয়ে ছিল। তারা তাদের কয়েকজনকে ধরে এনে হত্যা করে। বাইগুনী গ্রাম গণহত্যায় শহীদদের মধ্যে ২ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- বাইগুনী গ্রামের ইদ্রিস ও দুলু। [আহমেদ শরীফ]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড