You dont have javascript enabled! Please enable it! বরাতী ব্রিজ বধ্যভূমি (তারাগঞ্জ, রংপুর) - সংগ্রামের নোটবুক

বরাতী ব্রিজ বধ্যভূমি (তারাগঞ্জ, রংপুর)

বরাতী ব্রিজ বধ্যভূমি (তারাগঞ্জ, রংপুর) রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় অবস্থিত। মুক্তিযুদ্ধের সময় এখানে বহু সাধারণ মানুষকে হত্যা করা হয়।
রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বরাতী নামক স্থানে যমুনেশ্বরী নদীর ওপর স্থাপিত ব্রিজটি বরাতী ব্রিজ নামে পরিচিত ছিল। পূর্বে রংপুর ক্যান্টনমেন্ট ও পশ্চিমে সৈয়দপুর ক্যান্টনমেন্টের মধ্যে সংযোগ রক্ষা করায় জাতীয় মহাসড়কের এ ব্রিজটি মুক্তিযুদ্ধের সময় বিশেষ গুরুত্ব পায়। বরাতী ব্রিজ রক্ষার জন্য স্থানীয় রাজাকারদের সহায়তায় পাকবাহিনী প্রহরা চৌকি বসিয়েছিল। ব্রিজ সংলগ্ন চৌকিতে পাকসেনা ও রাজাকাররা অসংখ্য মানুষকে হত্যা করে। ইকরচালী ইউনিয়ন শান্তি কমিটির নেতা আবুল হোসেনের নির্দেশে স্বাধীনতাকামী মানুষদের ধরে এনে এখানে হত্যা করা হতো। মুক্তিযুদ্ধের পুরো ৯ মাস এ বধ্যভূমিতে এভাবে লোকদের হত্যা করে লাশ যমুনেশ্বরী নদীতে ফেলে দেয়া হতো। দূর-দূরান্ত থেকে ধরে এনে বধ্যভূমিতে হত্যা করা এবং মৃতদেহ নদীতে ফেলা দেয়া হতো বলে নিহতদের পরিচয় জানা যায়নি। স্থানীয় দুজন আব্দুল মামুদ (পিতা ঘুনিবুল্লাহ, দক্ষিণ সিঙ্গেরগাড়ী) ও তছির (পিতা তেঙুরে, মণ্ডলপাড়া) এ বধ্যভূমিতে নিহত হন। [গীতিময় রায়]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড