বরিশাল ক্যাডেট কলেজ বধ্যভূমি (বাবুগঞ্জ, বরিশাল)
বরিশাল ক্যাডেট কলেজ বধ্যভূমি (বাবুগঞ্জ, বরিশাল) বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় অবস্থিত। মুক্তিযুদ্ধের সময় এখানে বহু নিরপরাধ মানুষকে হত্যা করা হয়।
বাবুগঞ্জ উপজেলাধীন বরিশাল ক্যাডেট কলেজ ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর একটি বধ্যভূমি। সুরক্ষিত এ স্থানে পাকবাহিনী মুক্তিযোদ্ধাদের নিধনকল্পে সেপ্টেম্বর মাসের প্রথমদিকে অবস্থান নিয়ে স্থানীয় রাজাকার ওহাব হাওলাদার, নাজেম কর্মকার, হাসেম বেপারী, নুরু প্রমুখের সহায়তায় আশপাশের গ্রামে গণহত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগ চালায়। পার্শ্ববর্তী এলাকা থেকে নিরীহ লোকদের ক্যাডেট কলেজের পেছন দিকে একটি পুকুরপাড়ে ধরে এনে গুলি করে ও বেয়নেট চার্জ করে হত্যা করা হয়। নিহতদের মধ্যে বেশির ভাগ ছিল পাংশা, মেহেন্দিগঞ্জ, প্রতাপপুরসহ আশপাশের এলাকার অধিবাসী। ৫ই সেপ্টেম্বর মোহনগঞ্জ হাটের দিন পাকিস্তানি বাহিনী দূর-দূরান্তের শতাধিক লোককে ধরে এনে ক্যাডেট কলেজে জড়ো করে, যাদের অধিকাংশকেই হত্যা করে একটি ডোবার মধ্যে ফেলে দেয়। ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের পর ক্যাডেট কলেজের ডোবায় বহু মানুষের হাড়-গোড় ও মাথার খুলি পাওয়া যায়। [মনিরুজ্জামান শাহীন]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড