You dont have javascript enabled! Please enable it!

বদলগাছী গণকবর (বদলগাছী, নওগাঁ)

বদলগাছী গণকবর (বদলগাছী, নওগাঁ) নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় অবস্থিত। এ উপজেলায় ৭টি গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেগুলোর মধ্যে ৩টি শহীদ মুক্তিযোদ্ধাদের, বাকিগুলো সাধারণ মানুষের। মুক্তিযোদ্ধাদের ৩টি গণকবর হলো- পাহাড়পুর বৌদ্ধবিহার গণকবর, উপজেলা সদর সংলগ্ন ডাঙ্গিসাড়া গ্রাম গণকবর এবং খামার আক্কেলপুর গ্রামে অবস্থিত গণকবর। এগুলোএকত্রে বদলগাছী গণকবর নামে পরিচিত। অন্য ৪টি গণকবর হলো— সেনপাড়া, গয়েশপুর, কোলা গ্রাম ও উপজেলা সদরে লাবণ্য প্রভা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভেতরের একটি কূপ। পাহাড়পুর বৌদ্ধবিহার গণকবরে আত্রাই ও রানীনগর উপজেলার ৫ জন মুক্তিযোদ্ধার কবর রয়েছে। উপজেলা সদর সংলগ্ন ডাঙ্গিসাড়া গ্রাম গণকবরে মান্দা উপজেলার জন শহীদ মুক্তিযোদ্ধার কবর রয়েছে। এখানে যাঁদের কবর দেয়া হয়েছে, তাঁরা হলেন- কাদের বক্স (পিতা করিম বক্স, দুর্গাপুর), শাকায়েত মণ্ডল (পিতা কওছর আলী মণ্ডল, দুর্গাপুর), ইয়াজ উদ্দীন আকন্দ (পিতা মকা আকন্দ, দুর্গাপুর); মোহাম্মদ আলী (পিতা শশি মণ্ডল, গোবিন্দপুর), লুৎফর রহমান (পিতা লইম উদ্দীন, দুর্গাপুর) এবং বিরাজ উদ্দীন (পিতা মাদার উদ্দীন, দক্ষিণ শ্রীরামপুর)। খামার আক্কেলপুর গ্রামে অবস্থিত গণকবরে যে ৭ জন শহীদ মুক্তিযোদ্ধার কবর রয়েছে, তাঁরা সবাই রানীনগর উপজেলার। [মো. আবু সাইদ]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!