বণিকপাড়া গণহত্যা (রাউজান, চট্টগ্রাম)
বণিকপাড়া গণহত্যা (রাউজান, চট্টগ্রাম) সংঘটিত হয় ১৩ই এপ্রিল দুপুরবেলা। এদিন পাকসেনারা চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার বেরুলিয়া গ্রামের হিন্দু অধ্যুষিত বণিকপাড়ায় প্রবেশ করে ১১ জনকে গুলি করে হত্যা করে। নিহতরা হলেন- উপেন্দ্র লাল ধর (পিতা জগবন্ধু ধর), মণীন্দ্ৰ লাল ধর (পিতা ষষ্ঠীচরণ ধর), নেপাল চন্দ্র ধর (পিতা বেণীমাধব ধর), উমেশ চন্দ্র বিশ্বাস (পিতা হরগোবিন্দ বিশ্বাস), পারুল চক্রবর্তী (স্বামী শ্রীনাথ চক্রবর্তী), মল্লিকা চক্রবর্তী (স্বামী সুধীর চক্রবর্তী), বাদল বিশ্বাস (পিতা দেবেন্দ্র লাল বিশ্বাস), প্রফুল্ল চন্দ্র বিশ্বাস (পিতা প্রাণহরি বিশ্বাস), দেবেন্দ্র লাল দে (পিতা রামগতি দে), তেজেন্দ্ৰ লাল ঘোষ (পিতা নিত্যানন্দ ঘোষ) ও মন্টু বিশ্বাস (পিতা প্রফুল্ল রঞ্জন বিশ্বাস)। [আহমেদ আমিন চৌধুরী]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড