You dont have javascript enabled! Please enable it!

বত্রিশহাজারী বধ্যভূমি (লালমনিরহাট সদর)

বত্রিশহাজারী বধ্যভূমি (লালমনিরহাট সদর) লালমনিরহাট সদর উপজেলায় অবস্থিত। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনা ও তাদের দোসর বিহারিরা বত্রিশহাজারীসহ তৎসংলগ্ন খুটামারার সব ঘরবাড়ি পুড়িয়ে দেয়। ফলে ঐ এলাকা জনশূন্য এক ভুতুড়ে এলাকায় পরিণত হয়। পাকবাহিনী ও তাদের স্থানীয় দোসর বিহারিরা দিনের পর দিন এখানে গণহত্যা চালায়। বিভিন্ন স্থান থেকে লোকজন ধরে এনে এখানে কাউকে জবাই করে, কাউকে গুলি করে, কাউকে বল্লমের হানা, দা, কুড়াল অথবা কোদালের কোপে খুন করে। পুরো বত্রিশহাজারীকে তারা বধ্যভূমিতে পরিণত করে।
বত্রিশহাজারী সরকারি প্রাইমারি স্কুল ও হাইস্কুল একই ক্যাম্পাসে অবস্থিত। এ দুই স্কুলের মাঠ থেকে বত্রিশহাজারী কবরস্থান পর্যন্ত পুরো এলাকা ছিল বধ্যভূমি। স্কুল থেকে কবরস্থানের দূরত্ব ২৫০-৩০০ গজ। খুটামারার মুক্তিযোদ্ধা শামসুল হক জানান, মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে বত্রিশহাজারী অতিক্রম করার সময় পুরো এলাকায় তিনি লাশের পর লাশ দেখতে পান। বত্রিশহাজারীর পুরো রাস্তা তখন লাশে ঢাকা ছিল। স্বাধীনতার পর সেসব লাশের কংকাল ছোট-ছোট গর্ত করে স্থানীয় বাসিন্দারা মাটিচাপা দেয়। বত্রিশহাজারীর বিভিন্ন স্থানে ছোট-ছোট বহু গণকবর রয়েছে। কিন্তু সেগুলোর কোনোটিই সংরক্ষিত নেই। সেসব গণকবরের ওপর এখন দোকান, বাড়ি ও রাস্তা নির্মিত হয়েছে। [আজহারুল আজাদ জুয়েল]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!