বড়পোল পালিতপাড়া গণহত্যা (রাউজান, চট্টগ্রাম)
বড়পোল পালিতপাড়া গণহত্যা (রাউজান, চট্টগ্রাম) সংঘটিত হয় ১৩ই এপ্রিল। এদিন পাকসেনারা চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার বড়পোল গ্রামের হিন্দু অধ্যুষিত এলাকা পালিতপাড়ায় ঢুকে ৮ জন গ্রামবাসীকে হত্যা করে। নিহতরা হলেন- সাধন চন্দ্র পালিত (পিতা উমেশ চন্দ্ৰ পালিত), নিপেন্দ্র চন্দ্র পালিত (পিতা শরৎ চন্দ্র পালিত), অনুপ কুমার পালিত (পিতা নিপেন্দ্র চন্দ্র পালিত), দ্বারিকা মোহন দে (পিতা দুর্গা চরণ দে), বসন্ত বালা দত্ত (স্বামী নকুল চন্দ্র দত্ত), পাখি রাণী দে (স্বামী ধীরেন্দ্র চন্দ্র দে), দিলীপ কান্তি দে (পিতা ধীরেন্দ্র চন্দ্র দে) এবং সুরবালা দে (স্বামী সতীশ চন্দ্ৰ দে)। [আহমেদ আমিন চৌধুরী]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড