You dont have javascript enabled! Please enable it! 1971.04.26 | বড়কুল গণহত্যা (হাজীগঞ্জ, চাঁদপুর) - সংগ্রামের নোটবুক

বড়কুল গণহত্যা (হাজীগঞ্জ, চাঁদপুর)

বড়কুল গণহত্যা (হাজীগঞ্জ, চাঁদপুর) সংঘটিত হয় ২৬শে এপ্রিল। হাজীগঞ্জ উপজেলাস্থ হাজীগঞ্জ বাজারের উত্তর দিকে ডাকাতিয়া নদীর ওপারে বড়কুল গ্রাম অবস্থিত। পাকবাহিনী এ গ্রামের বেশ কয়েকটি বাড়ি এবং পার্শ্ববর্তী রায়চোর গ্রামে হামলা চালিয়ে ২৬ জন গ্রামবাসীকে হত্যা করে।
কুখ্যাত বাচ্চু রাজাকারের প্রত্যক্ষ সহযোগিতায় ১৬-১৭ জন পাকসেনা এবং স্থানীয় রাজাকাররা ২৬শে এপ্রিল বড়কুল গ্রামের ঠাকুর বাড়ি, মালী বাড়ি, বড়বাড়ি, পাইন্না বাড়ি, সাহা বাড়ি, রামজীর বাড়ি ও রায়চোর গ্রামে হানা দিয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ হত্যাযজ্ঞ সংঘটিত করে। বড়কুল গণহত্যায় অমর ঠাকুর বাড়ির ২ জন, মালী বাড়ির ৩ জন, ধামাদা সাহা বাড়ির ১ জন, রামজীর বাড়ির ২ জন, বড় বাড়ির ৫ জন, পাইন্না বাড়ির ২ জন, কৈলাস সাহার বাড়ির ১ জন এবং রায়চোর গ্রামের ১০ জন মানুষ নিহত হয়। পাকবাহিনী ও রাজাকাররা এদের মধ্যে ৬ জনকে দক্ষিণ বড়কুল ব্রিজের দক্ষিণ পাড়ে এনে হত্যা করে। [জহিরুল ইসলাম]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড