You dont have javascript enabled! Please enable it! 1971.05.06 | বড়ঘোপ দক্ষিণ জেলেপাড়া স্টিমারঘাট গণহত্যা (কুতুবদিয়া, কক্সবাজার) - সংগ্রামের নোটবুক

বড়ঘোপ দক্ষিণ জেলেপাড়া স্টিমারঘাট গণহত্যা (কুতুবদিয়া, কক্সবাজার)

বড়ঘোপ দক্ষিণ জেলেপাড়া স্টিমারঘাট গণহত্যা (কুতুবদিয়া, কক্সবাজার) ৬ই মে সংঘটিত হয়। পাকিস্তানি হানাদার বাহিনীর এ গণহত্যায় ৬ জন নিরীহ গ্রামবাসী শহীদ হন।
পাকিস্তানি বাহিনী ৬ই মে উপজেলার বড়ঘোপ দক্ষিণ জেলেপাড়া স্টিমার ঘাটে আক্রমণ চালায় এবং গণহত্যা সংঘটিত করে। তারা জেলেপাড়ার অনেকগুলো বাড়িঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগ করে। এ-সময় কয়েকজন নারী তাদের নির্যাতনের শিকার হন। এ গণহত্যায় ৬ জন নিরীহ মানুষ শহীদ হন। তারা হলেন- মাস্টার বশির আহমদ, মাস্টার শাহ আলম, মাস্টার সুধন কৈবর্ত দাশ (পিতা সাচিরাম দাশ), অনন্ত বালা দাশ, ইন্দ্রশ্বরী দাশ ও শিশু কন্যা ফুলনা দাশ। ফুলনা দাশ অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। [জগন্নাথ বড়ুয়া]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড