বগুড়া পুলিশ লাইন্স বধ্যভূমি (বগুড়া সদর)
বগুড়া পুলিশ লাইন্স বধ্যভূমি (বগুড়া সদর) বগুড়া সদর উপজেলায় অবস্থিত। মুক্তিযুদ্ধের সময় এখানে বেশ কয়েকজন পুলিশ সদস্যসহ বহু লোককে হত্যা করা হয়। বগুড়া পুলিশ লাইন্সে পাকবাহিনীর একটি শক্তিশালী ক্যাম্প ছিল। হানাদাররা তাদের সহযোগীদের সহায়তায় বিভিন্ন স্থান থেকে লোকজন ধরে এনে এ ক্যাম্পে গুলি করে হত্যা করত। তবে এখানে কতজনকে হত্যা করা হয়, তার কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। বগুড়া পুলিশ লাইন্স স্মৃতিস্তম্ভে ২৬শে মার্চ থেকে ১২ই ডিসেম্বর পর্যন্ত বগুড়ায় কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে শহীদ ২২ জনের একটি তালিকা আছে। তাঁরা হলেন- সামসুদ্দিন সরকার (সিআইবি), আব্দুল কাদের (এএসআই), গুলজার হোসেন (কনস্টেবল), খোদা বক্স, চান মিয়া, আব্দুল করিম, ইসমাইল হোসেন, খোন্দকার আব্দুল আজিজ, হারুনার রশীদ, আনোয়ার সরকার, খায়রুল বাশার, ইউসুফ খান, আব্দুর রহিম, মোসলেম উদ্দীন, ইসহাক শরীফ, মশিউর রহমান, সমির উদ্দীন, মনির উদ্দীন আহমেদ, সুশীল মোহন বড়ুয়া, আব্দুল মান্নান, আব্দুল করিম ও নাজিমুদ্দিন। এঁদের সকলে অবশ্য পুলিশ লাইন্সে হত্যার শিকার হয়নি। কেউ-কেউ কর্মরত অবস্থায় বগুড়ার অন্যত্র শহীদ হয়েছেন। [মিলন রহমান]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড