বগুড়া-সারিয়াকান্দি সড়ক অপারেশন (বগুড়া)
বগুড়া-সারিয়াকান্দি সড়ক অপারেশন (বগুড়া) পরিচালিত হয় আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে। এতে একজন অফিসারসহ ৬ জন পাকিস্তানি সেনা নিহত হয়।
পাকিস্তানি বাহিনী সহজে যাতে সারিয়াকান্দিতে পৌঁছাতে না পারে সেজন্য মুক্তিযুদ্ধের শুরুতে সারিয়াকান্দি উপজেলার সাধারণ মানুয় বগুড়া-সারিয়াকান্দি সড়কের অনেক জায়গা অবরোধ করে রাখে। অবরোধ সরিয়ে উপজেলার বিভিন্ন স্থানে যাওয়ার জন্য পাকিস্তানি সৈন্যরা এলোপাতাড়ি গুলি চালায়। প্রথম দিকে তারা সফল হলেও মুক্তিযোদ্ধারা ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে ফেরার পর পরিস্থিতি পাল্টে যায়। পাকিস্তানি সৈন্য এবং তাদের দোসরদের অস্ত্র, খাদ্য ও রসদ সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি করার জন্য মুক্তিযোদ্ধারা ব্রিজ ধ্বংস ও রাস্তা কেটে প্রতিরোধ গড়ে তোলেন। আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে পাকিস্তানি বাহিনী বগুড়া শহর থেকে রামচন্দ্রপুর যাওয়ার পথে মীর মঞ্জুরুল হক সুফীর নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি দল বগুড়া-সারিয়াকান্দি সড়কের একটি ব্রিজে এক্সপ্লোসিভ লাগিয়ে ব্রিজটি সম্পূর্ণ ধ্বংস করে এবং ব্রিজের এক মাইল দূরে রাস্তায় মাইন পুঁতে রাখে। মাইন বিস্ফোরণে একটি মিলিটারি জিপগাড়ি ধ্বংস হয় এবং একজন অফিসারসহ ৬ জন পাকিস্তানি সেনা নিহত হয়। [আহম্মেদ শরীফ]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড