বকুলতলা গণহত্যা (পাঁচবিবি, জয়পুরহাট)
বকুলতলা গণহত্যা (পাঁচবিবি, জয়পুরহাট) ২৭শে এপ্রিল সংঘটিত হয়। পাকিস্তানি হানাদার বাহিনীর এ গণহত্যায় প্রায় দুশ মানুষ নিহত হয়।
পাকহানাদার বাহিনী ২০শে এপ্রিল পাঁচবিবি উপজেলা দখল করে। মুক্তিযোদ্ধারা তাদের চলাচল ব্যাহত করতে বকুলতলায় রেললাইনের কিছু অংশ তুলে ফেলেন। প্রতিশোধ নিতে হানাদার বাহিনী ২৭শে এপ্রিল খুলনা থেকে সৈয়দপুরগামী একটি ট্রেন থামিয়ে দেড় থেকে দুশ যাত্রীকে নামিয়ে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে হত্যা করে, যা বকুলতলা গণহত্যা নামে পরিচিত। ট্রেনের যাত্রীরা ছিল বাংলাদেশের বিভিন্ন এলাকার। ফলে এ গণহত্যায় নিহতদের নাম জানা সম্ভব হয়নি। এছাড়া ঐ এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় রেললাইনে পাহারারত পাকিস্তানি সৈন্যরা বহু মানুষকে ধরে নিয়ে গুলি করে হত্যা করে। তাদের লাশ রেললাইনের ধারে বকুলতলায় মাটিচাপা দেয়া হয়। [রেহানা পারভীন]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড