ফুলবাড়িয়া সিএন্ডবি ডাকবাংলো গণকবর (ফুলবাড়িয়া, ময়মনসিংহ)
ফুলবাড়িয়া সিএন্ডবি ডাকবাংলো গণকবর (ফুলবাড়িয়া, ময়মনসিংহ) মুক্তিযুদ্ধকালে সিএন্ডবি ডাকবাংলো ক্যাম্পে মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষদের ধরে এনে চরম নির্যাতন শেষে হত্যা করে ডাকবাংলো সংলগ্ন গভীর কুয়ায় মৃতদেহ ফেলে দেয়া হতো। কী পরিমাণ লোককে এখানে হত্যা করা হয়, তা নিরূপণ করা কঠিন। ফুলবাড়িয়া থানা ছিল মূলত ৩৩ পাঞ্জাব ও ৭০ উইং রেঞ্জার্স অপারেশনাল এলাকার নিয়ন্ত্রণাধীন। পাকাবাহিনী ও তাদের দোসরদের সমস্ত পরিকল্পনা সিএন্ডবি ডাকবাংলো থেকে পরিচালিত হতো।
সিএন্ডবি ডাকবাংলো (বর্তমান জেলাপরিষদ ডাকবাংলো) ফুলবাড়িয়া সদরে অবস্থিত। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ডাকবাংলোয় পাকবাহিনী ক্যাম্প গড়ে তোলে। রাজাকার আলবদরদের সহায়তায় নিরীহ মানুষদের এখানে ধরে আনা হতো। ডাকবাংলোর ভেতরেই ছিল গভীর কুয়া। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এটি ছিল তাদের টর্চার সেল। এখানে ছিল হানাদারদের সতর্ক প্রহরা। এ ক্যাম্পে অত্যাচার শেষে এখানেই তারা নিরীহ মানুষদের হত্যা করত। অতঃপর তারা গভীর কুয়ার ভেতর তাদের লাশ ফেলে দিত। কতজনকে এখানকার কুয়ায় ফেলে গণকবর দেয়া হয়, তা কখনো নিরূপণ করা সম্ভব নয়। তবে তাদের সংখ্যা হবে বহু ৷ হতভাগ্যদের অনেকেই ছিল অন্যান্য এলাকার। এখানকার টর্চার সেল ও কুয়াটি মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষদের ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর ভয়াবহ অত্যাচার ও নিষ্ঠুরতার একটি নিদর্শন হয়ে আছে। [শফিকুল ইসলাম কাদির]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড