ফেনী কলেজ মাঠ গণকবর (ফেনী সদর)
ফেনী কলেজ মাঠ গণকবর (ফেনী সদর) ফেনী সদর উপজেলায় অবস্থিত। মুক্তিযুদ্ধের সময় হত্যা শেষে বহু সাধারণ মানুষকে এখানে গণকবর দেয়া হয়।
ফেনী কলেজ ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর একটি কুখ্যাত ক্যাম্প। এখান থেকে তারা বিভিন্ন স্থানে অভিযান চালাত। তারা রাজাকার ও আলবদরদের সহযোগিতায় বিভিন্ন স্থানে সাধারণ মানুষের বাড়িঘরে তল্লাশি চালিয়ে মুক্তিযুদ্ধের সমর্থকদের ক্যাম্পে ধরে আনত। তারা। হিন্দুদের বাড়িঘর লুট করত এবং হিন্দু যুবতীদের ধরে এনে পাশবিক নির্যাতন করত। অনেক সময় ধরে আনা লোকদের দিয়ে গর্ত খুঁড়িয়ে সেই গর্তেই তাদের হত্যা করে মাটিচাপা দেয়া হতো।
ফেনী কলেজ মাঠ ছিল ফেনী জেলার সর্ববৃহৎ গণকবর। পাকবাহিনী কলেজের খেলার মাঠের গোল পোস্টকে ফাঁসিকাষ্ঠ বানিয়েছিল। এখানে অনেককে তারা ফাঁসি দিয়ে কলেজ মাঠে মাটিচাপা দেয়। ৬ই ডিসেম্বর ফেনী মুক্ত হওয়ার পর ১০ই ডিসেম্বর কলেজ মাঠে গিয়ে মাঠের বিভিন্ন স্থানে বহু গর্ত দেখা যায়। দেশ স্বাধীন হওয়ার এ সকল গর্ত খুঁড়ে বহু কংকাল ও মাথার খুলি উদ্ধার করা হয়। একটি গর্তেই ২০০টি কংকাল পাওয়া যায়। শহীদদের স্মরণে কলেজ মাঠে একটি স্মৃতিসৌধ নির্মিত হয়েছে। [মো. ফখরুল ইসলাম]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড