You dont have javascript enabled! Please enable it! 1971.04.22 | ফুলপুর গণহত্যা (চুনারুঘাট, হবিগঞ্জ) - সংগ্রামের নোটবুক

ফুলপুর গণহত্যা (চুনারুঘাট, হবিগঞ্জ)

ফুলপুর গণহত্যা (চুনারুঘাট, হবিগঞ্জ) সংঘটিত করে ২২শে এপ্রিল। এতে ৮ জন নিরীহ গ্রামবাসী শহীদ হন। চুনারুঘাট থানা থেকে পশ্চিম-উত্তর দিকে প্রায় ৯ কিলোমিটার দূরে ফুলপুর গ্রামের অবস্থান। ফুলপুর থেকে ২০০ গজ দূরত্বে শায়েস্তাগঞ্জ রেলস্টেশন। শায়েস্তাগঞ্জে সড়ক ও জনপথ বিভাগের ডাকবাংলোতে ছিল পাকসেনাদের ক্যাম্প। ঘটনার দিন পাকবাহিনী ও স্থানীয় রাজাকাররা সম্মিলিতভাবে ফুলপুর গ্রামে হানা দিয়ে একই পরিবারের ৮ জনকে ধরে শায়েস্তাগঞ্জ ডাকবাংলোতে পাকবাহিনীর ক্যাম্পে নিয়ে আসে। ক্যাম্পে পাকবাহিনী তাদের চরমভাবে নির্যাতন করে। পরে তাদের শায়েস্তাগঞ্জ দেউন্দি সড়কের পূর্বপাশে কাউকে গুলি করে এবং কাউকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে লাশগুলো মাটিচাপা দেয়। ফুলপুর গণহত্যার শিকার গ্রামবাসীরা হলেন- গোলক চন্দ্র দেবনাথ (পিতা গোবিন্দ দেবনাথ), শ্যাম সুন্দর দেবনাথ (পিতা গোলক চন্দ্ৰ দেবনাথ), প্রফুল্ল দেবনাথ (পিতা গোলক চন্দ্র দেবনাথ), গোপেন্দ্র দেবনাথ (পিতা গোলক চন্দ্র দেবনাথ), শ্যাম চরণ দেবনাথ (পিতা কমল চন্দ্র দেবনাথ), রাজেন্দ্র চন্দ্র দেবনাথ (পিতা কৈলাশ চন্দ্র দেবনাথ), মাখন চন্দ্র দেবনাথ (পিতা অংকুর চন্দ্র দেবনাথ) ও ঠাকুরধন দেবনাথ (পিতা প্ৰকাশ চন্দ্ৰ দেবনাথ)। [মিলন রশীদ]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড