ফুলবাড়ি খেয়াঘাট যুদ্ধ (সারিয়াকান্দি, বগুড়া)
ফুলবাড়ি খেয়াঘাট যুদ্ধ (সারিয়াকান্দি, বগুড়া) সংঘটিত হয় ৪ঠা সেপ্টেম্বর। এ-যুদ্ধে মুক্তিযোদ্ধাদের পক্ষে নেতৃত্ব দেন শোকরানা। ২০ জনের মতো মুক্তিযোদ্ধা এতে অংশ নেন। সড়কপথে বগুড়া থেকে সারিয়াকান্দি যেতে ফুলবাড়ি খেয়াঘাট পার হতে হয়। পাকিস্তানি সৈন্যরা এপথ দিয়ে যাতায়াত করত। মুক্তিযোদ্ধারা খেয়াঘাটে তাদের ওপর আক্রমণের পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী তাঁরা ফুলবাড়ি খেয়াঘাটের পূর্ব পাশে অবস্থান নেন। পাকিস্তানি সেনারা খাবার নিয়ে বগুড়া থেকে সারিয়াকান্দি যাওয়ার পথে ফুলবাড়ি ঘাটে খেয়া পার হচ্ছিল। তারা নৌকায় ওঠার সঙ্গে- সঙ্গে মুক্তিযোদ্ধারা আক্রমণ করেন। পাকসেনারা পাল্টা আক্রমণ করলে উভয় পক্ষের মধ্যে যুদ্ধ হয়। এ-যুদ্ধে ৬ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়। মুক্তিযোদ্ধাদের আক্রমণে টিকতে না পেরে তারা গাবতলীর দিকে পালিয়ে যায়। [আহম্মেদ শরীফ]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড