You dont have javascript enabled! Please enable it! 1971.04.24 | ফুলবাড়ি গণহত্যা (বগুড়া সদর) - সংগ্রামের নোটবুক

ফুলবাড়ি গণহত্যা (বগুড়া সদর)

ফুলবাড়ি গণহত্যা (বগুড়া সদর) সংঘটিত হয় ২৪শে এপ্রিল। এতে ৩৩ জন নিরীহ গ্রামবাসী প্রাণ হারায়। বগুড়া শহরের আজিজুল হক সরকারি কলেজের পুরাতন ভবনের পাশেই ফুলবাড়ি উত্তরপাড়া অবস্থিত। ফুলবাড়ির পাশেই ওয়াপদা ভবন ও রেস্ট হাউজে ছিল পাকবাহিনীর ক্যাম্প। স্থানীয় রাজাকার দের দেয়া তথ্যমতে ২৪শে এপ্রিল হঠাৎ পাকবাহিনী ফুলবাড়ি উত্তরপাড়া ঘেরাও করে। ঘরে-ঘরে প্রবেশ করে ৩৩ জনকে ধরে নিয়ে আসে। তাদের করতোয়া নদীর পাশে আমতলায় সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয়। নিহতরা হলেন- নাসির উদ্দীন প্রামাণিক, নূর আলম, আব্দুল জব্বার মোল্লা, শাজাহান আলী ফকির, অমেদ আলী খান, মোজাফফর আলী মণ্ডল, আমজাদ হোসেন ধলু, ফয়েজ উদ্দীন, তমেজ আলী মণ্ডল, আব্দুর রহমান শেখ, নুরুল ইসলাম, জয়েন উদ্দীন শেখ, ইসমাইল হোসেন, বুদু মিয়া, শুটকু ফকির, রোস্তম আলী প্রামাণিক, মনজুর আলী, সবেদ আলী মোল্লা, হাবিবুর রহমান প্রামাণিক, জাহিদুর রহমান খন্দকার, আকবর আলী মোল্লা, ইনসান আলী মৃধা, মোকসেদ উদ্দীন, মমতাজ উদ্দীন খন্দকার, হাবিবুর রহমান মুন্সি, আব্দুর রাজ্জাক চৌধুরী, কসিম উদ্দীন, বশারতুল্লাহ খা ওরফে বুদা খা, মুকুল ফকির, মোহাম্মদ আলী, ফজলার রহমান, আফজাল পাইকার এবং সেকেন্দার আলী। গণহত্যার স্থান আমবাগানে কোনো স্মৃতিচিহ্ন না থাকলেও সরকারি আজিজুল হক কলেজের পুরাতন ভবনের পাশে মসজিদের এক কোণায় গণহত্যায় শহীদদের নামের একটি তালিকা স্থাপন করা হয়েছে। [মিলন রহমান]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড