ফারাবাড়ি গণকবর (ঠাকুরগাঁও সদর)
ফারাবাড়ি গণকবর (ঠাকুরগাঁও সদর) ঠাকুরগাঁও সদর উপজেলার ফারাবাড়ি গ্রামে অবস্থিত। ১৫ই মে ফারাবাড়ি গণহত্যায় নিহত ১৮ জনকে একটি কুয়োর মধ্যে ফেলে দেয়া হলে নিহতদের স্বজনরা পরে সেটি মাটি দিয়ে ভরাট করে দেয়।
ঠাকুরগাঁও শহর থেকে ৮ কিলোমিটার দূরে ফারাবাড়ি গ্রামের অবস্থান। পাকবাহিনী ও রাজাকাররা ১৫ই মে এ গ্রামে একটি গণহত্যা সংঘটিত করে। এ গণহত্যায় ১৮ জন মানুষ প্রাণ হারান। হানাদাররা হত্যার পর লাশগুলো একটি কুয়োর মধ্যে ফেলে দেয়। পরে নিহতদের স্বজনরা মাটি কেটে কুয়োটি ভরাট করে দেন। এটি তখন একটি গণকবর হিসেবে পরিচিতি পায়। বর্তমানে গণকবরের চারদিক ঘিরে রাখা হয়েছে। [মনতোষ কুমার দে]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড