You dont have javascript enabled! Please enable it! 1971.05.15 | ফারাবাড়ি গণহত্যা (ঠাকুরগাঁও সদর) - সংগ্রামের নোটবুক

ফারাবাড়ি গণহত্যা (ঠাকুরগাঁও সদর)

ফারাবাড়ি গণহত্যা (ঠাকুরগাঁও সদর) সংঘটিত হয় ১৫ই মে। পাকবাহিনী ও রাজাকারদের দ্বারা সংঘটিত এ গণহত্যায় ১৮ জন নিরীহ মানুষ নিহত হয়।
ঠাকুরগাঁও শহর থেকে ফারাবাড়ির দূরত্ব ৮ কিলোমিটার। তখন শহর থেকে ফারাবাড়ি যাওয়ার কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না। ফারাবাড়ি একটি বিচ্ছিন্ন গ্রাম ছিল। হেঁটে এ গ্রামে যেতে হতো। পাকবাহিনী ও রাজাকাররা যখন পুরো থানায় নির্যাতন-লুণ্ঠন-হত্যাকাণ্ড চালাচ্ছিল, তখন শহর থেকে দূরের এ নিভৃত পল্লিতে অনেক মানুষ আশ্রয় নেয়। ১৫ই মে পাকবাহিনী ও তাদের দোসররা আশ্রয় নেয়া এসব মানুষের ওপর হামলা চালায়। তারা ১৮ জন মানুষকে গুলি করে হত্যা করে। নিহতদের মধ্যে ৫ জনের নাম জানা গেছে। তারা হলেন- সহর অলী, বহর আলী, আক্তার হোসেন, আলতাফ হোসেন ও মোক্তার হোসেন। [মনতোষ কুমার দে]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড