ফতেপুর গণহত্যা (নওগাঁ সদর)
ফতেপুর গণহত্যা (নওগাঁ সদর) সংঘটিত হয় সেপ্টেম্বর মাসে। এতে ১২ জন যুবক শহীদ হন।
সেপ্টেম্বর মাসের এক ভোররাতে পাকহানাদার বাহিনী সদর থানার তিলেকপুর ইউনিয়নের ফতেপুর গড়হাট এবং পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে প্রবেশ করে। এসব গ্রাম থেকে তারা ১৪ জন যুবককে ধরে এনে ফতেহপুর গ্রামে গুলি করে। এতে ১২ জন নিহত হন। তারা হলেন— দেবীপুর গ্রামের গিয়াস উদ্দিন, নূরল ইসলাম, হবিবর রহমান, জহির উদ্দিন, কাদোয়া গ্রামের সাযেদ আলীম, কায়সার আলী, ফতেপুর গ্রামের ছায়েদ আলী, আব্দুল জব্বার, আকিম উদ্দিন, কায়সার আলী, গোলাম রসুল ও আজাহার আলী। সৌভাগ্যক্রমে গুলিবিদ্ধ হয়েও বেঁচে যায় কাদোয়া গ্রামের ইয়াছিন আলী এবং নুরু মণ্ডল। হত্যার পাশাপাশি হানাদার বাহিনী গ্রামগুলোতে লুটতরাজ ও অগ্নিসংযোগ ঘটায়। [আইয়ুব হোসেন]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড