প্রাগপুর গণহত্যা (দৌলতপুর, কুষ্টিয়া)
প্রাগপুর গণহত্যা (দৌলতপুর, কুষ্টিয়া) সংঘটিত হয় ২৬শে অক্টোবর। দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের ময়রামপুর পাকুড়িয়ায় পাকিস্তানি হানাদার বাহিনীর এ গণহত্যায় ৩০ জন মানুষ শহীদ হন।
ঘটনার দিন হানাদার বাহিনীর সদস্যরা রাজাকার বশির উদ্দিনের সহায়তায় গ্রামের ভেতর প্রবেশ করে যাকে যে অবস্থায় পায়, তাকে সে অবস্থায় হত্যা করে। তারা ধান মাড়াইরত হুরুদ সর্দ্দার, আ. রব পুলিশের পিতা ও তার তিন ভাইকে একত্রে হত্যা করে। এছাড়া আশপাশের গ্রাম থেকে কয়েকজনকে ধরে এনে হত্যা করা হয়। প্রাগপুর গণহত্যায় ৩০ জন মানুষ শহীদ হন। তাদের সকলের পরিচয় পাওয়া যায়নি। যাদের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন- প্রাগপুর গ্রামের রোকনুজ্জামান কঁচি, আবুল হাশেম সরকার ও হাবিলদার আফিল উদ্দীন। [মো. ছাদিকুজ্জামান]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড