You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের চিত্রশিল্পী, বুদ্ধিজীবী ও সমাজসেবী প্রণব রঞ্জন রায়

প্রণব রঞ্জন রায় ভারতের চিত্রশিল্পী, বুদ্ধিজীবী ও সমাজসেবী। তিনি শান্তিনিকেতন ও কলিকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। তিনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টির একজন সক্রিয় সদস্য ছিলেন। তিনি চারুকলার ছাত্র না হয়েও চিত্রশিল্পে ব্যাপক সুনাম অর্জন করেন। ষাটের দশকে তিনি ললিতকলা একাডেমির জার্নালে লেখালেখি শুরু করেন এবং শিল্পসমালোচক হিসেবে পরিচিতি লাভ করেন। পশ্চিমবঙ্গের প্রগতিশীল চিত্রশিল্পীদের সংস্থা ‘সোসাইটি অব কনটেম্পোরারি আর্টিস্ট’-এর প্রতিষ্ঠাকালীন সদস্য প্রণব রঞ্জন রায় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা ছাড়াও এ সংস্থার সঙ্গে দীর্ঘ ২৫ বছর সম্পৃক্ত ছিলেন। তাঁর রচিত পুস্তকসমূহের মধ্যে ১৯৯০ সালে প্রকাশিত India : Contemporary Artists বিশেষভাবে উল্লেখযোগ্য। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে প্রণব রঞ্জন রায় পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থার সদস্য ছিলেন। কলিকাতা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সহায়ক সমিতি- ও শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবী সহায়ক সমিতির একজন সক্রিয় সদস্য হিসেবে তিনি বিভিন্ন অনুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজনের মাধ্যমে মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের জন্য অর্থসংগ্রহ করেন। তাছাড়া তিনি বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টির জন্য বিভিন্ন জনসমাবেশে অংশগ্রহণ করেন।
মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ২০১৩ সালের ১লা অক্টোবর প্রণব রঞ্জন রায়-কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!