প্রতাপপুর যুদ্ধ (পাবনা সদর)
প্রতাপপুর যুদ্ধ (পাবনা সদর) ৫ই নভেম্বর সংঘটিত হয়। নকশাল ও আলবদর বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের এ-যুদ্ধে মুক্তিযোদ্ধাদের আশ্রয়দাতা কোরবান মালিথা ও ২ জন বীর মুক্তিযোদ্ধা আতিয়ার ও জয়নাল শহীদ হন।
৫ই নভেম্বর প্রতাপপুর গ্রামে সূর্যাস্তের সঙ্গে-সঙ্গে সংঘটিত যুদ্ধে নকশালদের পক্ষে নেতৃত্ব দেয় চরমপন্থী নেতা টিপু বিশ্বাস। তাকে সর্বাত্মক সহযোগিতা করে কুখ্যাত আলবদর বাহিনীর সদস্য শহীদ ও মাসুদের লোকজন। নকশালরাই প্রথম যুদ্ধের সূচনা করে। তারা মুক্তিযোদ্ধাদের আশ্রয়দাতা কোরবান মালিথার বাড়ি আক্রমণ করে বাড়িতে অগ্নিসংযোগ করে এবং কোরবান মালিথাকে হত্যা করে। অতঃপর কোরবান মালিথার মৃতহেদ আগুনে পুড়িয়ে ভস্মীভূত করা হয়। এ-সময় নকশাল ও আলবদর বাহিনী প্রতাপপুর গ্রামের অধিকাংশ ঘরবাড়ি জ্বালিয়ে-পুড়িয়ে দেয়। প্রতাপপুর যুদ্ধে কোরবান মালিথাসহ বীর মুক্তিযোদ্ধা আতিয়ার ও জয়নাল শহীদ হন। [মো. ছাবেদ আলী]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড