You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের রাজনীতিবিদ ও লেখক প্রবোধ চন্দ্র

প্রবোধ চন্দ্র (জন্ম ১৯১১) ভারতের রাজনীতিবিদ ও লেখক। তিনি ১৯১১ সালের ২৪শে অক্টোবর অবিভক্ত ভারতের (বর্তমান পাকিস্তানের) রাওয়ালপিণ্ডিতে জন্মগ্রহণ করেন। তিনি লাহোর থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯২৭ সালে মুলতান স্টুডেন্ট ইউনিয়নে যোগদানের মাধ্যমে তিনি রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন। শুরুর দিকে প্রবোধ চন্দ্র লাহোর বিপ্লবী দলের (Lahore Revolutionary Party) একজন সদস্য হিসেবে কার্য সম্পাদন করেন। এ সংগঠনের সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন। তিনি ১৯৩৬ সালে লাহোরের ইংরেজি মাসিক দি স্টুডেন্টস ট্রিবিউন পত্রিকার লেখক ও সম্পাদক ছিলেন। তিনি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামী। প্রবোধ চন্দ্ৰ ভারতীয় জাতীয় কংগ্রেস দলে যোগদান করেন এবং পাঞ্জাব আইন পরিষদের সদস্য নির্বাচিত হন (১৯৪৬)। এরই ধারাবাহিকতায় ভারতের স্বাধীনতার পরও তিনি ১৯৫২, ১৯৬০ ও ১৯৬২ সালে পাঞ্জাব আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৬২-৬৪ সাল পর্যন্ত তিনি পাঞ্জাব বিধানসভার স্পিকারের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭১- ৭৭ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে প্রবোধ চন্দ্র শরণার্থীদের সাহায্য ও সহযোগিতা এবং বাংলাদেশের পক্ষে ভারতের জনগণ ও সরকারের সমর্থন আদায়ে সর্বাত্মক প্রচেষ্টা চালান। পাকিস্তান সেনাবাহিনীর নির্মম নিষ্ঠুরতার চিত্র পরবর্তী প্রজন্মের সামনে তুলে ধরতে ১৯৭১ সালে তিনি Bloodbath in Bangla Desh গ্রন্থটি রচনা করেন। পরবর্তীকালে প্রবোধ চন্দ্রের এ গ্রন্থটি পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক সংঘটিত গণহত্যা ও নির্যাতনের একটি মূল্যবান দলিল হিসেবে পরিগণিত হয়। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ১৫ই ডিসেম্বর ২০১২ প্রবোধ চন্দ্ৰ- কে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা (মরণোত্তর) প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!