প্রসন্নপুর গণকবর (শাহরাস্তি, চাঁদপুর)
প্রসন্নপুর গণকবর (শাহরাস্তি, চাঁদপুর) চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় অবস্থিত। মুক্তিযুদ্ধের সময় পাকসেনাদের হাতে নিহত ৮ জন গ্রামবাসীকে এখানে গণকবর দেয়া হয়।
৮ই ডিসেম্বর শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের অন্তর্গত প্রসন্নপুর গ্রাম এবং এর খিলাবাজার ও কাইথড়া (বর্তমান নাম আহম্মদনগর)-য় এক নারকীয় হত্যাকাণ্ড, লুটপাট ও অগ্নিসংযোগের মতো হৃদয় বিদারক ঘটনা ঘটে। প্রসন্নপুর মৌজার বৈরাগী বাড়ি সংলগ্ন নাজিম আলী বেপারী বাড়িতে শহীদদের একটি গণকবর রয়েছে। বর্তমানে এটি তাদের পারিবারিক কবরস্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ গণকবরটি দীর্ঘদিন অবহেলিত ছিল। এতে কোনো বেষ্টনী ছিল না। স্থানীয় সাংবাদিকদের লেখালেখি এবং কিছু মুক্তিযোদ্ধার কল্যাণে চাঁদপুর জেলা পরিষদের অনুদানে এ গণকবরের চতুর্দিকে দেয়াল নির্মাণ করা হয়েছে। তবে কোনো স্মৃতিস্তম্ভ বা তোরণ নেই। এ গণকবরে যাদের সমাহিত করা হয়, তারা হলেন- মো. নাজিম আলী (পিতা রৌশন আলী), মো. মোজাপ্পর আলী (পিতা রৌশন আলী), রফিকুল ইসলাম (পিতা আম্বর আলী), আবদুল গণি (পিতা আবদুল আজিজ), রুপজান বিবি (স্বামী মো. জিতু মিয়া), খুকি (পিতা জিতু মিয়া), হাসিয়া আক্তার ও মানিয়া আক্তার। বর্তমানে গণকবরটি এ এলাকার তরুণ সমাজের কাছে মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করেছে। প্রতিদিন শাহরাস্তি এলাকার নতুন প্রজন্মের লোকজন এ গণকবরটি দেখতে ভিড় জমায়। [মো. মিজানুর রহমান]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড