You dont have javascript enabled! Please enable it!

পোড়াগ্রাম গণহত্যা (চাঁপাইনবাবগঞ্জ সদর)

পোড়াগ্রাম গণহত্যা (চাঁপাইনবাবগঞ্জ সদর) সংঘটিত হয় ১০ই অক্টোবর। এতে বহু সাধারণ মানুষ প্রাণ হারায়। ঘটনার দিন পাকবাহিনী চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ইসলামপুর ইউনিয়নের পোড়াগ্রামে প্রবেশ করে নির্বিচারে গুলি চালায়। এতে বহু লোক নিহত হয়। নিহতদের সকলের নাম জানা যায়নি। যাদের নাম জানা গেছে, তারা হলেন— ওসমান আলী (পিতা এমাজুদ্দিন), নিয়াজুদ্দিন (পিতা মারফত), আবদুর রহমান (পিতা হাজী বখতার), সাজ্জাদ হোসেন (পিতা হাজী বখতার), শুকুর উদ্দিন (পিতা ইদ্রিশ আলী), আমিনুল ইসলাম (পিতা গিয়াস উদ্দীন), গোলাম মোস্তফা (পিতা তৈয়ব আলী), মোবারক আলী (পিতা আরশাদ আলী), ধুলু চৌধুরী (পিতা কালু চৌধুরী), কামরুল (পিতা গিয়াস উদ্দিন), দানেশ মহাজন (পিতা শামসুদ্দিন), ফাইনুস আলী (পিতা সেরাহউদ্দিন বিশ্বাস), সাজ্জাদ হোসেন (পিতা আমজাদ বিশ্বাস), ইলিয়াস উদ্দীন (পিতা সেরাজ উদ্দিন), আলতাব (পিতা মতিউর রহমান), কলিম মোল্লা (পিতা ইসমাতুল্লাহ), কুদ্দুস (পিতা কাবাতুল্লাহ), জমসেদ আলী (পিতা ফরিজুদ্দিন), নুরলাল (পিতা মোহাম্মদ), জাহির (পিতা কুদ্দুস), শরিফন নেসা (পিতা আবদুল কুদ্দুস), ভাদু (পিতা সেরাজু উদ্দিন বিশ্বাস), সেকান্দার আলি (পিতা সাধু), আমজাদ হোসেন (পিতা সেরাজউদ্দিন), লাল মোহাম্মদ, আবদুল খালেক (পিতা আমজাদ), আরসাদ আলী, নুহু মিয়া, আয়েম উদ্দিন (পিতা বিলায়েত), জাহানারা (পিতা আবদুল কুদ্দুস), আয়েশ উদ্দিন (পিতা বিলায়েত হোসেন), জাহানারা (পিতা আবদুল কুদ্দুস), জিল্লার রহমান (পিতা গোলাম নবী), আবদুল মজিদ, ইয়াসিন আলী (পিতা আরসাদ আলী), হোসেন আলী, এমাজউদ্দিন, ইয়াসিন আলী, আরসাদ আলী, হোসেন আলী (পিতা এমাজ আলী), আজাহার আলী (পিতা গোলাম মহাম্মদ বিশ্বাস), ফতে মহাম্মদ আলী কালু (পিতা গোলাম মহাম্মদ), মোজাফফর হোসেন (পিতা আবদুর রহমান), আবদুল মতিন (পিতা আবদুর রহমান), শাহজাহান আলী (পিতা করিম সরকার), আরশাদ আলী, মোনতাজ আলী ভুটু (পিতা করিম সরকার), আবদুল হাকিম (পিতা গাফফার মুন্সী), আবদুল সাকিম (পিতা গাফফার মুন্সী), গিয়াস উদ্দিন (পিতা লাল মোহাম্মদ) ও ইলয়াস (পিতা আমজাদ বিশ্বাস)। [মাযহারুল ইসলাম তরু]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!