পোয়ালশুড়া-পাটপাড়া গণকবর (গুরুদাসপুর, নাটোর)
পোয়ালশুড়া-পাটপাড়া গণকবর (গুরুদাসপুর, নাটোর) ১৫ই জুলাই এখানে পাকহানাদারদের হাতে একটি গণহত্যা সংঘটিত হয়। হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের বেশ কয়েকজন সাধারণ মানুষ এ গণহত্যার শিকার হন। ধারাবারিষা ইউনিয়নের পশ্চিম দিকে পোয়ালশুড়া-পাটপাড়া গ্রাম অবস্থিত। ১৫ই জুলাই গ্রামের কৃষকরা ক্ষেতে ধান কাটছিলেন। সকাল ১১টার সময় পাকিস্তানি হানাদার বাহিনী গ্রামটিতে আক্রমণ করে। মাঠে কর্মরত অবস্থায় মজের উদ্দিন প্রামাণিক (পিতা আকপদ আলী, বিন্যাবাড়ী), আক্কাস আলী (পিতা কলিমুদ্দিন, পাটপাড়া) ও নাছির উদ্দিন ওরফে নকছের (পিতা জেহের আলী, পাটপাড়া) নিকটবর্তী একটি বিলে গিয়ে লুকান। হানাদার বাহিনীর সৈন্যরা দেখতে পেয়ে তাদের সেখান থেকে বের করে এনে গুলি করে হত্যা করে। পরে স্থানীয়রা তাদের পোয়ালশুড়া-পাটপাড়া গ্রামের কবরস্থানে গণকবর দেয়। তাদের স্মরণে সেখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে।
একই গ্রামের গোসাইপদ সরকার, বানেশ্বর, দীনেশ ও তারাপদ পরিবারের সদস্যদের নিয়ে গ্রাম ছেড়ে পালাচ্ছিলেন। পথে তারা পাকিস্তানি হানাদারদের হাতে ধরা পড়েন এবং তাদের লালপুর নীলকুঠিতে নিয়ে হত্যা করা হয়। [সুমা কর্মকার]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড