পূর্বাশা গণহত্যা (শ্রীমঙ্গল, মৌলভীবাজার)
পূর্বাশা গণহত্যা (শ্রীমঙ্গল, মৌলভীবাজার) সংঘটিত হয় মে মাসের দিকে। এতে ৮ জন চা শ্রমিক শহীদ হন। শ্রীমঙ্গল শহরের পূর্ব-দক্ষিণে পূর্বাশা আবাসিক এলাকা অবস্থিত। ১৯৭১ সালে এটি কেবল আবাসিক এলাকা হিসেবে গড়ে উঠছিল। পূর্বাশার গা ঘেঁষে চা-বাগান আর চা শ্রমিকদের আবাসস্থল। ১লা মে সংঘটিত ভাড়াউড়া গণহত্যার পর মাঝে-মধ্যে চা-বাগানে এসে পাকিস্তানি হানাদার বাহিনী লোকজনকে নির্যাতন ও হত্যা করত। এরই ধারাবাহিকতায় তারা পূর্বাশা এলাকায়ও গণহত্যা সংঘটিত করে। এখানে একদিন তারা ৮ জন চা শ্রমিককে হত্যা করে। [চন্দনকৃষ্ণ পাল]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড