You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের কবি, শিক্ষাবিদ, গবেষক ও সাংবাদিক পৃথ্বীন্দ্র মুখার্জী

পৃথ্বীন্দ্র মুখার্জী (জন্ম ১৯৩৬) ভারতের কবি, শিক্ষাবিদ, গবেষক ও সাংবাদিক। ব্রিটিশবিরোধী আন্দোলনকারী ও বিপ্লবী যতীন্দ্রনাথ মুখার্জী ওরফে বাঘা যতীনের পৌত্র পৃথ্বীন্দ্র মুখার্জী ১৯৩৬ সালের ২০শে অক্টোবর কোলকাতায় জন্মগ্রহণ করেন। ১৯৪৮ সালে তিনি পণ্ডিচেরির শ্রী অরবিন্দ আশ্রমে যান এবং পড়াশোনা শেষে ১৯৬৬ সাল পর্যন্ত সেখানেই বাংলা, ইংরেজি ও ফরাসি ভাষা ও সাহিত্য বিষয়ে শিক্ষকতা করেন। এরপর ফ্রান্স সরকারের পৃথ্বীন্দ্র মুখার্জী বৃত্তি নিয়ে তিনি সে দেশে গমন করেন (১৯৬৬-৭০) এবং সরবোন বিশ্ববিদ্যালয় থেকে শ্রী অরবিন্দের ওপর ডক্টরেট ডিগ্রি লাভ করেন (১৯৭০)। তিনি প্যারিস বিশ্ববিদ্যালয়ে ভারতীয় সংস্কৃতি ও সংগীত বিষয়ে শিক্ষকতা করেন এবং এ বিষয়ে তিনি রেডিও ফ্রান্সে প্রযোজক হিসেবে কাজ করেন। তাছাড়া তিনি ভারতীয় সংবাদপত্র ও ফরাসি সাময়িকপত্রের পক্ষে সাংবাদিকতা করেন। ১৯৮১ সালে তিনি প্যারিসের ন্যাশনাল সেন্টার অব সায়েন্টিফিক রিসার্চ-এর মানব ও সামাজিক বিজ্ঞান বিভাগের গবেষক হিসেবে যোগদান করেন এবং ২০০৩ সালে অবসর গ্রহণ করেন। পরবর্তী জীবন তিনি ফ্রান্সেই কাটান।
শক্তিমান লেখক, গবেষক ও শিক্ষাবিদ ড. মুখার্জীর রচিত অসংখ্য গ্রন্থের মধ্যে উল্লেখ্যযোগ্য হলো- Poèmes du Bangladesh (১৯৭৫), Sri Aurobindo (২০০০, ২০০৩), Bagha Jatin (২০১১) ইত্যাদি। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন প্যারিসে ফরাসি লেখক-শিল্পী-বুদ্ধিজীবীদের সংগঠিত করে বাংলাদেশের মুক্তিসংগ্রামের পক্ষে জনমত সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করেন। ফরাসি অভিনেতা- অভিনেত্রীদের অংশগ্রহণে আয়োজিত বাংলাদেশের কবিতা। পাঠের অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ছিলেন তিনি। প্যারিসে ভারতীয় রাষ্ট্রদূত ফরাসি অভিজাত সমাজ ও গণমাধ্যমে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরার কাজে সহায়তার জন্য ড. মুখার্জীকে অনুরোধ করলে তিনি আন্তরিকভাবে এগিয়ে আসেন। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক ড. পৃথ্বীন্দ্র মুখার্জিকে ১৫ই ডিসেম্বর ২০১২ মুক্তিযুদ্ধ। মৈত্রী সম্মাননা প্রদান করা হয়। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!