পুরাতন জেলখানা গণহত্যা (পটুয়াখালী সদর)
পুরাতন জেলখানা গণহত্যা (পটুয়াখালী সদর) সংঘটিত হয় বিভিন্ন সময়ে। এতে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে স্বাধীনতাকামী সহস্রাধিক মানুষ শহীদ হন। মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের এদেশীয় দোসরদের সহায়তায় পটুয়াখালী শহর ও আশপাশের এলাকা থেকে অনেক লোককে ধরে এনে জেলখানায় আটকে রাখে এবং বিভিন্ন সময়ে তাদের হত্যা করা হয়। জেলখানায় পুরুষ সেলে ৩৩৫ জন ও নারী সেলে ১৩ জনকে হত্যা করে তাদের সেখানে মাটিচাপা দেয়া হয়। তারা পাটনা বিশ্ববিদ্যায় থেকে আইনে স্নাতক কমিউনিস্ট পার্টির নেতা বিপ্লবী হীরালাল দাশগুপ্তকে বেলচা দিয়ে পিটিয়ে হত্যা করে। মুক্তিযুদ্ধকালে কারাবরণকারী পটুয়াখালী শহরের নতুন বাজারের বাসিন্দা মুক্তিযোদ্ধা মানস দত্তকে অন্যান্য অনেকের সঙ্গে এ জেলখানায় আটকে রাখা হয়েছিল। জেলখানায় থাকাকালীন সময়ে তিনি পুরুষ সেলের পেছনে হত্যার শিকার ৩২৪টি মাথার খুলি দেখতে পান। [ইব্রাহীম খলিল]
সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড