You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অধ্যাপক পূর্ণেন্দু কুমার বসু

পূর্ণেন্দু কুমার বসু (১৯১৬-১৯৯৩) ভারতের অধ্যাপক। পি কে বসু নামে সমধিক পরিচিত পূর্ণেন্দু কুমার বসু ১৯১৬ সালের ১৬ই জুলাই পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার সোনারপুর গ্রামে জন্মগ্রহণ করেন। গ্রামের স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে তিনি ১৯২৬ সালে বালিগঞ্জের জগবন্ধু ইনস্টিটিউটে ভর্তি হন এবং ১৯৩২ সালে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি কলকাতার সিটি কলেজ থেকে ইন্টারমিডিয়েট, প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক ও ১৯৩৯ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৩৯ সালে তিনি Indian Statistical Institute-এ যোগ দেন এবং ১৯৪২ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রবর্তিত পরিসংখ্যান বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯৫০ সালে তিনি এই বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং ১৯৫১ সালে বিভাগীয় প্রধান নিযুক্ত হন। তিনি ১৯৭১-৮৯ সাল পর্যন্ত Indian Science News Association-এর সভাপতি ছিলেন। ১৯৯৩ সালের ১০ই নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য পূর্ণেন্দু কুমার বসু কলিকাতা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সহায়ক সমিতির নির্বাহী সভাপতি হিসেবে বাংলাদেশের পক্ষে সমিতিকে সঠিক ও আন্তরিকভাবে পরিচালনা করেন। সমগ্র ভারতবর্ষে বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টি ও বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের জন্য তিনি বিভিন্ন সভা-সমিতিতে অংশগ্রহণ করে জোরালো বক্তব্য প্রদান করেন। তাছাড়াও বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে অর্থ সংগ্রহ করে শরণার্থীদের জন্য প্রেরণ করেন। মুক্তিযুদ্ধে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার ২৪শে মার্চ ২০১৩ তাঁকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা (মরণোত্তর) প্রদান করে। [কাজী সাজ্জাদ আলী জহির]

সূত্র: বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ ৬ষ্ঠ খণ্ড

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!